আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা (ইনসেটে)

আইনজীবী রথিশ হত্যা মামলার অভিযোগ গঠন ১৫ অক্টোবর

রংপুরের চাঞ্চল্যকর আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা হত্যা মামলার অভিযোগ গঠন আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। একইসঙ্গে আসামিদের পক্ষে কোনও আইনজীবী মামলা পরিচালনা করতে রাজি না হওয়ায় অবশেষে বসুনিয়া মোহাম্মদ আরিফুল ইসলাম এ্যাডভোকেটকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিয়েছেন আদালত।

আজ সোমবার (৮ অক্টোবর) দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ নিয়ামুল হক এ আদেশ দেন।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আইনজীবী রথিশ হত্যার দুই আসামি তার স্ত্রী দীপা ভৌমিক ও স্ত্রীর সহকর্মী কামরুল ইসলামকে আদালতে হাজির করা হয়।

মামলার শুনানিতে পিপি আব্দুল মালেক অ্যাডভোকেট জানান, আসামিদের পক্ষে কোনও আইনজীবী মামলা পরিচালনা করতে রাজি না হওয়ায় ন্যায় বিচারের জন্য আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে আইনজীবী নিয়োগ করার দাবি জানান।

পরে বিচারক সিনিয়র আইনজীবী বসুনিয়া মোহাম্মদ রেজাউল ইসলাম অ্যাডভোকেটকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেন। সেই সঙ্গে আগামী ১৫ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য করেন।

উল্লেখ্য চলতি বছরের ৩১ মার্চ আইনজীবী বাবু সোনাকে তার স্ত্রী দীপা ভৌমিক ও সহকর্মী কামরুল খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।