ভোলার চরফ্যাশনে ফেসবুকে পুলিশের বিভাগীয় কর্মকর্তা (ডিআইজি) পরিচয়ে আইডি খুলে প্রতারণার অভিযোগে মো. রায়হান (২৭) নামে এক যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে রায়হানকে আটক করে পুলিশ। মো. রায়হান উপজেলার পৌরশহরে ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. এনামুল হক জানান, রায়হান ফেসবুকে পুলিশের ডিআইজি পরিচয় দিয়ে আইডি খুলে বিভিন্ন মানুষের চাকরি, মামলা থেকে অব্যাহতি, অভিযোগপত্র দেওয়ার কথা বলে অর্থ আদায়ের মাধ্যমে প্রতারণা করে আসছিল। দীর্ঘদিন ধরে আইডিটি অনুসরণ করে রাতে বরিশাল, ভোলার পুলিশের গোয়েন্দা শাখা ও চরফ্যাশন থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, রায়হানের বিরুদ্ধে তথ্য অধিকার আইনসহ প্রতারণার মামলা দায়ের কারা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।