তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ সোমবার (২২ অক্টোবর) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-দ্বিতীয় আদালতের বিচারক ফারজানা আহমেদ মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সম্প্রতি ব্যারিস্টার মইনুল হোসেন বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশো’তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলেন। এর প্রতিবাদে সোমবার দুপুরে ইংরেজি দৈনিক অবজারভারের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আয়েশা আহমেদ লিজা বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-দ্বিতীয় আদালতে মামলাটি দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবী সারোয়ার-ই-আলম সাংবাদিকদের জানান, ৫০০/৫০১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। তারা আদালতে মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন। বিকেলে বিচারক মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।