আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক

‘ড. কামাল হোসেন নিজেই তো সংবিধান মানেন না’

ড. কামাল হোসেন সংবিধান পরিপন্থী বক্তব্য দিচ্ছেন উল্লেখ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘সংবিধান প্রণেতা কমিটির চেয়ারম্যান হিসেবে উনি নিজেই তো সংবিধান মানেন না।’

আজ রোববার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নতুন যোগ দেওয়া বিচারকদের অরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্টান শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী এ কথা বলেন।

ব্যারিস্টার মইনুল হোসেনের জামিনের বিষয়ে ড. কামাল হোসেনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আনিসুল হক বলেন, ‘যে জেলায় মামলা হবে, আইনের বিধান অনুসারে সেই জেলার বিচারকদের অধিকার আছে সেই মামলা সম্পর্কে শোনার। সুতরাং মইনুলকে যেখানে মামলা হয়েছে সেখানে যেতে হবে অথবা মামলাটি স্থানান্তর করে ঢাকায় আনতে হবে। আর এ কারণে ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন হয়নি।’

মন্ত্রী বলেন, ‘মইনুল হোসেন সম্পর্কে আদালত যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে আইনের কোনও ব্যত্যয় হয়নি। বিচার বিভাগ স্বাধীন, সেখানে সরকারের কোনও হস্তক্ষেপ নেই।’

বর্তমান সরকার অসাংবিধানিক কার্যকলাপ করছে, ড. হোসেনের এমন বক্তব্যের প্রতিবাদ করে আনিসুল হক বলেন, সরকার কোনোভাবেই সংবিধান লঙ্ঘন করছে না, বরং ড. কামাল হোসেনই সংবিধান পরিপন্থী বক্তব্য দিচ্ছেন।

ড. কামাল হোসেন সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘সংবিধান প্রণেতা কমিটির চেয়ারম্যান হিসেবে উনি নিজেই তো সংবিধান মানেন না।’

আইনমন্ত্রী আরো বলেন, ‘আমি বিজ্ঞ আইনজীবী ড. কামাল হোসেনকে এ ধরনের বক্তব্যের জবাব দিতে পারতাম, কিন্তু আমার বয়োজ্যেষ্ঠদের সঙ্গে দুর্ব্যবহার করার অভ্যাস নাই। সেজন্য আমি তা করিনি। কিন্তু আমি অত্যন্ত সবিনয়ে বলব যে, আমরা সংবিধান লঙ্ঘন করি না। বরঞ্চ ড. কামাল হোসেন যে কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তারা যে সংবিধান দিয়ে গেছেন তার অনেক কিছুই আজ ড. কামাল হোসেন অস্বীকার করছেন।’

ডিজিটাল সিকিউরিটি আইনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এই আইন আর সংশোধনের সুযোগ নেই। এই আইন গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করবে না।’

এসময় আরপিও নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, মন্ত্রিসভার অনুমোদন ছাড়া গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধন সম্ভব নয়।

মন্ত্রী বলেন, ‘বিদ্যমান সময়ের মধ্যে এসব প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না। এ কারণে, আগামীকাল সোমবার মন্ত্রিপরিষদ সভায় এ বিষয়ে করণীয় সম্পর্কে নির্দেশনা চাওয়া হবে।’