দুই দেশের মধ্যে পানি নিয়ে বিরোধের জেরে পাকিস্তানে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার নিষিদ্ধের আদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। উভয় দেশের মধ্যে বিদ্যমান পানি সংকটের জেরে এমন আদেশ দিয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি সাকিব নিসার।
বিচারপতি সাকিব নিসার বলেন, ‘পাকিস্তানমুখী পানিপ্রবাহ সংকুচিত করছে ভারত। আমরা কেন তাদের চ্যানেলগুলো বন্ধ করে দেবো না?’
তিনি বলেন, পাকিস্তানের ভেতর দিয়ে প্রবাহিত নদীগুলোতে ভারতের বাঁধ নির্মাণের ফলে তাদের চ্যানেলগুলো নিষিদ্ধের সিদ্ধান্ত সমর্থনযোগ্য।
ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের ভেতর দিয়ে প্রবাহিত নদীতে ভারতের বাঁধগুলোকে ইসলামাবাদের বিরুদ্ধে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে দিল্লি। তবে এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ভারত।
সিন্ধু নদ এবং এর উপ ও শাখানদীগুলোর ওপর পাকিস্তানের ৮০ ভাগেরও বেশি সেচভিত্তিক কৃষিজমি নির্ভরশীল। ফলে ভারত বাঁধের নেতিবাচক প্রভাব পড়ে পাকিস্তানের সেচভিত্তিক কৃষিতে।
উল্লেখ্য, পাকিস্তানে ভারতীয় টিভি চ্যানেল ও চলচ্চিত্র বেশ জনপ্রিয়। ইতোপূর্বে ১৯৬৫ এবং ২০০৮ সালে পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে ভারতীয় বাঁধের কারণে দেশটির টিভি চ্যানেল নিষিদ্ধের আদেশ এটাই প্রথম। সূত্র: বিবিসি।