বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ সোমবার (২৯ অক্টোবর) নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের মধ্যে বসানো আদালতে এ রায় ঘোষণা করা হবে।
লালবাগ ডিভিশনের (ডিসি) ইব্রাহীম খান জানান, রায়কে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি আরো জানান, পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকধারী পুলিশ দায়িত্ব পালন করছে।
এছাড়া আদালত চত্বরের চারপাশের রাস্তার মোড়ে কাঁটাতারের বেষ্টনী দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে সন্দেহ হলে তাকেই তল্লাশি করা হবে।
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত চারপাশে ঘুরে দেখা যায়- জায়গায় জায়গায় পোশাকধারী পুলিশ অবস্থান নিয়েছেন। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থাকেও দেখা যায়।