আব্দুল আউয়াল মিন্টু

বিএনপি নেতা মিন্টুকে দুদকে তলব

মানিলন্ডারিং এর মাধ্যমে বিদেশে অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জন ও নানা অনিয়মের অভিযোগে বিএনপি নেতা ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (৩১ অক্টোবর) দুদকের উপ-পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা সামছুল আলমের পাঠানো এক চিঠিতে আগামী ৫ নভেম্বর মিন্টুকে সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মিন্টুর বিরুদ্ধে ভুয়া অডিট রিপোর্ট তৈরি করে ব্যাংকসহ বিভিন্ন সরকারি দফতরে জমা দিয়ে ঋণ গ্রহণের অভিযোগ রয়েছে। একই সঙ্গে শত শত কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

দুদক বলছে, প্রকৃত তথ্য গোপন করে একাধিক ভুয়া অডিট রিপোর্ট তৈরি করে ব্যাংকসহ বিভিন্ন সরকারি দপ্তরে জমা দিয়ে ঋণ নেওয়া, শত শত কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাৎ, বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় সন্দেহজনক লেনদেন ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থপাচার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে।