এপিক প্রপার্টিজ লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) আবু সুফিয়ানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত।
আজ বুধবার (৫ ডিসেম্বর) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
একই মামলায় জামিন পেয়েছেন এপিকের চেয়ারম্যান এসএম লোকমান কবির, পরিচালক মো. আনোয়ার হোসেন ও প্রকল্প পরিচালক মো. সোলায়মান।
বিষয়টি নিশ্চিত করে বাদির আইনজীবী মোস্তফা মোহাম্মদ এমরান গণমাধ্যমকে বলেন, পাঁচলাইশ থানার কেবি ফজলুল কাদের রোডে এপিক প্রপার্টিজ এর একটি প্রকল্প থেকে দোকান কেনেন শওকত আলম। পরে আসামিরা তাকে উচ্ছেদের চেষ্টা করলে শওকত আলম আদালতে মামলা করেন।
অ্যাডভোকেট মোস্তফা মোহাম্মদ এমরান বলেন, আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছিলেন। বুধবার ৩ আসামি আদালতে হাজির হলেও আসেননি এপিকের এমডি আবু সুফিয়ান। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গত ২২ অক্টোবর দোকান দখল চেষ্টার অভিযোগে আদালতে মামলাটি দায়ের করেন শওকত আলম।