আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে তাঁর মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর শুনানি শেষ হয়েছে। নির্বাচনে প্রার্থিতা ফিরে পাবেন কি না, সেই সিদ্ধান্ত জানা যাবে কাল।
আজ সোমবার (১০ ডিসেম্বর) বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশের এ দিন ধার্য করেন।
এর আগে গতকাল রোববার খালেদা জিয়া তিন আসনে প্রার্থিতা ফিরে পেতে ওই পৃথক রিট করেন, যা আজ শুনানির জন্য ওঠে।
আদালতে খালেদার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল ও নওশাদ জমির।
অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
কারাগারে থেকে ফেনী-১, বগুড়া ৬ ও ৭ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন খালেদা জিয়া। তবে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের আলোকে সাবেক প্রধানমন্ত্রীর ওই আবেদন গ্রহণযোগ্য নয় বলে শনিবার জানায় ইসি।