অ্যাডভোকেট সুদীপ্ত বিশ্বাস’কে সভাপতি ও অ্যাডভোকেট মাহামুদুল হক সোহেল’কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ‘চিটাগং লইয়ার্স এন্ড ‘ল’ স্টুডেন্ট‘স সোসাইটি’ (সি.এল.এল.এস.এস) বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ শাখা কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট রিজওয়ান মাহমুদ মির্জা ও সাধারণ সম্পাদক পল্টন দাশ।
এ উপলক্ষে গত মঙ্গলবার (১৮ ডিসেম্বর) কোর্টহিলের অভিজাত রেস্তোরায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রিজওয়ান মাহমুদ মির্জার সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়ন্ত তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পল্টন দাশ। সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এড. মাহিবুল আলম মাহি, চট্টগ্রাম আইন কলেজ শাখার সভাপতি এড. কে. আর. এম. খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক এড. ফিরোজ উদ্দিন তারেক, সাউর্দান বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এড. সাজ্জাদ হোসেন জুয়েল, এড. আবছার উদ্দিন হেলাল, এড. ইমরান আহমেদ ইমু, এড. ইরফানুল হক ফারুকি, বিজিসি ট্রাস্ট ল’ এ্যালামনাই এসোসিয়েশন (ব্লা) এর সম্মানিত সভাপতি এড. সুব্রত শীল রাজু, এড. জাকারিয়া আল গিয়াস উদ্দিন, রাশেদ পারভেজ, নোবেল দে টিটুল, ।
কেন্দ্রীয় ও শাখা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মেসবাহ উদ্দিন মাছুম, হাসনাত হায়দার ইহাদ, মোশারেফ সোহেল, সাব্বির আহমেদ শাকিল, সুজন কান্তি দে, মোতাহের হোসেন রাসিপ, সাইফুল ইসলাম, নোমান বিন খুরশীদ, মুহাম্মদ আব্দুল্লাহ আলকাফী, সাইফুল আলম সানজীদ, আকাশ দে, ওয়াহিদ ছায়েদ চৌধুরী, মুহায়মিন চৌধুরী, সুপন দেব নাথ, শুভ্র সেন, রিয়াজ উদ্দিন, অংকন দাশ, রবিউল হক ফরহাদ, নাজমুল হোসেন রাসেল, বিপ্লব আচার্য্য, জাহিদুল ইসলাম তালুকদার, আব্দুল ওয়াহেদ, সুস্মিতা বড়–য়া, নুর মোহাম্মদ, অলি আহমেদ, মাহমুদুল হক, কামরুল খান, মোঃ জামাল উদ্দিন, মোঃ হাবিবুল্লাহ রায়জীদ প্রমুখ। উক্ত সভায় অ্যাড. সুদীপ্ত বিশ্বাসকে কে সভাপতি, অ্যাড. হাবিবুর রহমান সিনিয়র সহ-সভাপতি, অ্যাড. সুব্রত শীল রাজু, অ্যাড. সুলতান মহিউদ্দিন জনি ও অ্যাড. শামসুল হক টিটু সহ-সভাপতি, অ্যাড. মাহমুদুল হক সোহেল কে সাধারণ সম্পাদক, অ্যাড. আবদুল্লাহ আল মামুন সাংগঠনিক সম্পাদক, অ্যাড. ফোরকান মাহমুদ সহ-সাংগঠনিক সম্পাদক, অ্যাড. সাহেদুল আলম সাইমন অর্থ সম্পাদক, অ্যাড. মিন্টু আচার্য্য আইন সম্পাদক, অ্যাড. নয়ন কুমার ধর দপ্তর সম্পাদক, অ্যাড. তাহমিনা আকতার মহিলা বিষয়ক সম্পাদিকা, অ্যাড. জান্নাতুল ফেরদৌস মুক্তা সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা, মুহাম্মদ নাজমুল হাসান প্রচার ও প্রকাশনা সম্পাদক, গিয়াস উদ্দিন ইমতিয়াজ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, রাজেশ বিশ্বাস সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, মোঃ রাশেদুন্নবী , রিপন কান্তি দে, জান্নাতুল মাওয়া, আবদুল হালিম সামির, আবুল হাসনাত তালুকদার কে নির্বাহী সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। – সংবাদ বিজ্ঞপ্তি