নৌকা প্রতীকের প্রার্থীদের জেতাতে মাঠে নেমেছেন মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা। সংগঠনের সভাপতি ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আনোয়ারা শাহজাহানের নেতৃত্বে বিভিন্ন সংসদীয় আসনে গিয়ে নৌকার প্রার্থীদের পক্ষে ভোট চাইছেন তারা।
সংগঠনটির সুপ্রিম কোর্ট শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোকেয়া আখতার বলেন, ‘গত ১৭ ডিসেম্বর থেকে তারা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করছেন। বিশেষ করে আইনজীবীদের জন্য তারা বেশি বেশি সময় দিচ্ছেন। নৌকার প্রার্থী ঢাকা-১০ আসনের ব্যারিস্টার ফজলে নূর তাপস, ঢাকা-২ আসনের অ্যাডভোকেট কামরুল ইসলামসহ কয়েকটি নির্বাচনি এলাকায় গিয়ে ভোট চেয়েছেন।’
রোকেয়া আখতার বলেন, ‘আজ সকালে ঢাকা-১৮ আসনে ভোট চাইতে আমাদের আইনজীবীরা গিয়েছেন। এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। এখানে ভোট চাওয়া শেষে তারা বিকেলে পিরোজপুর যাবেন। পিরোজপুর-১ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম।’
মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের এই নেত্রী আরও বলেন, ‘মহিলা আওয়ামী আইনজীবী পরিষদ সভাপতি আনোয়ারা শাহজাহান ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস রুপা। সারা দেশের প্রত্যেকটি আইনজীবী সমিতিতে মহিলা আইনজীবী পরিষদের শাখা রয়েছে।’
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সূত্র : প্রিয়.কম