একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী রোববার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়য়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ৩০ ডিসেম্বর রোববার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
এমতাবস্থায়, আগামী ৩০ ডিসেম্বর সুপ্রিম কোর্টের উভয় বিভাগ তথা হাইকোর্ট ও আপিল বিভাগসহ সর্বোচ্চ আদালতের সকল দপ্তর ও শাখাসমূহ সাধারণ ছুটির আওয়তায় থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে ১৭ ডিসেম্বর নির্বাচন কমিশন ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।