সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যুদ্ধাপরাধের আপিল মামলাগুলো দীর্ঘ দিনেও নিষ্পত্তি না হওয়াতেও হতাশা প্রকাশ করেছেন শুরু থেকেই তদন্ত সংস্থার দায়িত্বে থাকা জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক।
ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কাযার্লয়ে মঙ্গলবার (১ জানুয়ারি) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এম সানাউল হক এই হতাশা প্রকাশ করেন।
বিচারাধীন মামলার বিষয়ে তিনি বলেন, ‘আমরা মামলার তদন্ত করে দেই। এর ওপরে খবরদারি করার ক্ষমতা আমাদের তদন্ত সংস্থার নেই। আপিল বিভাগে শত শত মামলা বিচারাধীন। এখন এর মধ্যে এই মামলাগুলোতে যদি গুরুত্ব দেয়ার সুযোগ থাকে তাহলে সরকার দেবে। এ বিষয়ে আমাদের তো করার কিছু নেই। তদন্ত সংস্থা এ বিষয়ে কিছু করতে পারে না। তবে আপিল বিভাগে বিচারাধীন মামলাগুলো নিষ্পত্তির জন্যও সরকারের উদ্যোগ নেয়া উচিৎ।’
সানাউল হক বলেন, ‘স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে শুধু তদন্ত সংস্থার সদস্য হিসেবে না, আমরা মনে করি যে, এই বিচারকাজগুলো যেকোনো উপায়েই হোক, হওয়া উচিৎ। এসব মামলার ভিকটিম যারা বা আসামি যারা তারা প্রায় সবাই বয়োবৃদ্ধ। তারা সবাই এই মামলাগুলোর শেষ দেখতে চায়, আমরাও দেখতে চাই।’
আপিল বিভাগে ২০টি মামলা বিচারাধীন থাকার তথ্য দেন তদন্ত সংস্থার এই জ্যেষ্ঠ কর্মকর্তা।