আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্ড পেতে ‘পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম’ (ইন্টিমেশন ফরম) এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।
সারাদেশের আইনজীবীদের নিবন্ধন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে সংস্থার সচিব মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্ড পেতে ‘পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম’ (ইন্টিমেশন ফরম) এর সাথে নিম্ন লিখিত কাগজপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে –
- আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সকল প্রকার সার্টিফিকেটের সত্যায়িত কপি
- আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সকল প্রকার মার্কসীটের সত্যায়িত কপি
- আবেদনকারীর সাম্প্রতিককালের ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- এফিডেফিট (২০০/- টাকা মূল্যমানের ননজুডিশিয়াল স্ট্যাম্পে ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট/নোটারী পাবলিক কর্তৃক সত্যায়িত)
- উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইক্যুইভ্যালেন্স সার্টিফিকেট (বিদেশী ডিগ্রীর ক্ষেত্রে/প্রযোজ্য ক্ষেত্রে)
- সার্টিফিকেট, মার্কসীট, ছবিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে সিনিয়র আইনজীবী/সংশ্লিষ্ট বারের সাধারণ সম্পাদক/নোটারী পাবলিক/১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
- প্রয়োজনীয় ফি
উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোন আবেদন বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না। একইসঙ্গে যদি কোন আবেদনকারী অসত্য/জাল/অসঙ্গতিপূর্ণ তথ্য প্রদান করে ফরম দাখিল করলে তবে তা নিরীক্ষা করে বাতিল করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।