পদের নাম : অ্যাডভোকেসী অফিসার
প্রতিষ্ঠানের নাম : পল্লী সহযোগী বিষয়ক সংস্থা (আরকো)
খালি পদ : ০১
জব কনটেক্সট
পল্লী সহযোগী বিষয়ক সংস্থা (আরকো) দলিত রাইটস, এমপাওয়ারমেন্ট এন্ড এ্যাকসেস টুওয়ার্ডস মেইনইস্ট্রিমিং (ড্রীম) প্রকল্প বাস্তবায়ন করে। প্রকল্পের প্রধান লক্ষ্য হলো-সমতলের আদিবাসী ও দলিত জনগোষ্ঠীকে সমাজের মূলস্রোতধারায় একীভূত করা যাতে তারা মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে। এই প্রকল্পের লক্ষিত জনগোষ্ঠীর অধিকারভিত্তিক ক্ষমতায়ন, মৌলিক এবং অত্যাবশ্যকীয় সেবাসমূহে প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে একজন এডভোকেসি অফিসার নিয়োগ করা হবে।
চাকরির দায়িত্বসমূহ
- দলিত ও সমতলের আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, সামাজিক নিরাপত্তা এবং ভুমি অধিকার অধিকার বিষয়ক এ্যাডভোকেসী কার্যক্রমের পকিল্পনা গ্রহণ, বাস্তবায়ন এবং ডকুমেন্টেশন করা
- লক্ষিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং তাদের অধিকারের পক্ষে নীতি-কাঠামো দাবী জোরদার করতে স্থানীয়-আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট পক্ষসমূহের সাথে কাজ করা ।
- অধিকারভিত্তিক এ্যাডভোকেসীর জন্য বিশেষ করে মানবাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং ভুমি অধিকার বিষয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরী এবং সংশ্লিষ্ট ইস্যুতে এডভোকেসি কার্যক্রম গ্রহণে প্রকল্পের টিমকে সহযোগীতা করা ।
- দলিত ও সমতলের আদিবাসীদের মানবাধিকার, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং ভুমি অধিকার অধিকার বিষয়ক সংবাদ মাধ্যমে খবর প্রকাশে কাজ করা
চাকরির ধরন : ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর, তবে সংশ্লিষ্ট্য কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
অভিজ্ঞতা : ৩ থেকে ৫ বছর
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
- বয়স সর্বোচ্চ ৪০ বছর
- জাতীয় এবং স্থানীয় পর্যায়ের বেসরকারি সংগঠনে সংশ্লিষ্ঠ বিষয়ে ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- দলিত ও সমতলের আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার, মৌলিক সেবাসমূহে প্রবেশাধিকার এবং ভুমি অধিকার অধিকার বিষয়ক তথ্য উপাত্ত সংগ্রহ, সংরক্ষ, প্রতিবেদন প্রণয়নে পারদর্শীতা থাকতে হবে
- কম্পিউটার (এমএসওয়ার্ড়, একসেল, পাওয়ারপয়েন্ট, প্রেজেন্টেশন, ইন্টারন্টে ব্রাউজিং) -এর কাজে পারদর্শী হতে হবে।
- বাংলা এবং ইংরেজীতে প্রতিবেদন প্রণয়নে পারদর্শী হতে হবে।
কর্মস্থল : নওগাঁ (মহাদেবপুর)
বেতন : টাকা. ২৯০০০ (মাসিক)
কোম্পানীর সুযোগ সুবিধাদি : সংস্থার পলিসি অনুযায়ী।
আবেদনের পূর্বে পড়ুন
- আবেদনকৃত খামের উপর পদের মান উল্লেখ করতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে
রিজিউমি গ্রহণের উপায়
র্পূণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকলসনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এবং সদ্যতোলা ২কপি পিপি সাইজের ছবিসহ আবেদনপত্র নির্বাহী পরিচালক, আরকো প্রকল্প অফিস, কলেজ রোড (সর্বমঙ্গলা স্কুলের পাশে), মহাদেপুরসদর, নওগাঁ বরাবরে কেবল মাত্র ডাক/কুরিয়ার যোগে/ সরাসরি অফিসে সময়সীমার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: জানুয়ারী ২৯, ২০১৯