মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার সাবেক ফুটবলার কায়সার হামিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক শামছুদ্দিন। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রোববার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকী সমকালকে জানান, নিউ ওয়ে সোসাইটি লিমিটেড নামে কায়সার হামিদের একটি এমএলএম কোম্পানি ছিল। ওই কোম্পানিতে লাভের আশায় অনেকে টাকা দিয়েছেন। কিন্তু তিনি পরে কারও টাকা ফেরত দেননি। টাকা না পেয়ে ক্ষতিগ্রস্তরা ২০১৪ সালে বনানী থানায় মামলা করেন কায়সারের বিরুদ্ধে। মামলাটির তদন্ত করেছে সিআইডি।