কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শিশু ধর্ষণ মামলায় মঞ্জুরুল ইসলাম আনসারী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মঞ্জুরুল ইসলাম আনসারী দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকার আব্দুর গণি আনসারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে আছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১০ সালের ১৫ মে দৌলতপুর উপজেলার ব্রাকপুর গ্রামে একটি শিশুকে ধর্ষণ করা হয়। ওই ঘটনায় মঞ্জুরুলকে আসামি করে দায়ের করা মামলা তদন্ত শেষে একই বছরের ৭ অগাস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর মামলার বিচারকাজ শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দেন বিচারক।