ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০১৯-২০ মেয়াদের নির্বাচন আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
ঢাকা বারের নির্বাচন কমিশনার মোখলেসুর রহমান বাদল আজ বৃহস্পতিবার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। তিনি জানান, এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে ‘সাদা প্যানেল’ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ব্যানারে ‘নীল প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করছে।
বাদল জানান, ২৭টি পদের বিপরীতে মোট ৫৪ প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদকীয় পদে সাদা প্যানেলের প্রার্থীরা হলেন—সভাপতি পদে গাজী মোহাম্মদ শাহআলম ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান খান রচি। এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে মোহাম্মদ হাবিবুর রহমান, সহসভাপতি পদে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ পদে আব্দুল জলিল আফ্রেদ, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন মোল্লা, সহসাধারণ সম্পাদক পদে ওমর ফারুক আসিফ, লাইব্রেরি সম্পাদক পদে আতাউর রহমান খান, সাংস্কৃতিক সম্পাদক পদে শায়লা পারভিন পিয়া, দপ্তর সম্পাদক পদে জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক পদে হুমায়ুন খন্দকার টগর এবং ক্রীড়া সম্পাদক পদে উজ্জ্বল মিয়া।
সদস্য পদে আয়েশা বিনতে আলী, শফিকুল ইসলাম মিয়া, হায়াত আল মাহমুদ, কাওসার হোসেন, মোহাম্মদ সাব্বির হোসেন, বাহারুল ইসলাম, হাসান আকবর, ইব্রাহিম হোসেন, জুয়েল সিকদার, মাসুম মিয়া, মাসুম মৃধা, সাইফুল ইসলাম, সোহরাব হোসেন, তানভীর আহম্মেদ ও তুষার ঘোষ।
সম্পাদকীয় পদে নীল প্যানেলের প্রার্থীরা হলেন—সভাপতি পদে গোলাম মোহাম্মদ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান। সিনিয়র সহসভাপতি পদে আবদুস সালাম দেওয়ান, সহসভাপতি হিসেবে মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে লুৎফর রহমান, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে নিহার হোসেন ফারুখ, সহসাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সাখাওয়াত, লাইব্রেরি সম্পাদক পদে জিয়াউল হক, সাংস্কৃতিক সম্পাদক পদে মোর্শেদ খাতুন শিল্পি, দপ্তর সম্পাদক পদে জুলফিকার আলী হায়দার, সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানা ও ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম আকাশ।
সদস্য পদে আজহার উদ্দিন রিপন, কাজী রওশান দিল, রাসেল, বাবুল আক্তার, ইব্রাহিম খলিল, মোহাম্মদ ইকবাল মাহমুদ, মাহাদী হাসান জুয়েল, রাশেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ ইয়াসিন মিয়া, ফারহানা আক্তার, নজরুল হক শুভ, শাহিন সুলতানা ও সাদেকুল ইসলাম ভূইয়া।
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে এবার ১৯ হাজার ১২৯ ভোটার ভোট দিতে পারবেন।