ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলর নির্বাচন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রেজিস্ট্রার জেনারেল মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়রের শূন্য পদে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সম্প্রসারিত অংশে কাউন্সিলর পদে নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনি একাল্কায় ভোট গ্রহণের দিন অর্থাৎ আগামীকাল ২৮ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টেও বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ফলে আগামীকাল বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের উভয় বিভাগ, সকল দপ্তর ও শাখাসমূহ বন্ধ থাকবে।