মহিবুল হাসান চৌধুরী
বাংলাদেশে মানুষ খুনের দায়ে এবং চুরি দূর্নীতির অপরাধে দন্ডিত, বিদেশে পলাতক আসামী তারেক রহমানের একটি ভিডিও দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক বিএনপি নেতাকে মঞ্চে শাসিয়ে ত্রিশ লাখ শহীদের কথাকে তিন লাখে নামিয়ে আনা দেখলাম। দূর্ভাগা এই দেশ।
এই ক্রিমিনাল এই দেশে এক সময় রাজনীতি করেছে এবং এখনো এই লোককে দেশে এনে রাজনীতিতে চায় কিছু ব্যক্তি, যারা নিজেদের রাজনীতিবিদ দাবী করেন। পৃথিবীর কোথাও নিজ দেশের ইতিহাস এবং সেই দেশে সংঘটিত গণহত্যাকে অস্বীকার করে রাজনীতি করা সম্ভব নয়।
এই এরাই আমাদের দেশে তারপরও রাজনীতি করছেন এবং সেটা সম্ভব হয়েছে দেশে গনতন্ত্র ও পরমত সহিষ্ণুতা আছে বলেই। তাদের সময়ে তারা কি করেছিলো আমরা যেন ভুলে না যাই। ইতিহাস সাক্ষী, তারা বারবার চেষ্টা করেছে গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আর তার রাজনৈতিক সহকর্মীদের বোমা গ্রেনেড মেরে হত্যা করতে।
সুষ্ঠু মানসিকতার হলে বিএনপির সভ্য কর্মীরা এই তারেক খালেদা গংকে পরিত্যাগ করবেন। সেই মানসিকতার প্রার্থনা করি।
-শিক্ষা উপ-মন্ত্রী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর ফেইসবুক স্ট্যাটাস থেকে সংগ্রহ।