ফেনী সোনাগাজী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে ওই মাদ্রাসার অধ্যক্ষ যৌন হয়রানি করে কেরোসিন দিয়ে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ওই মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা আইন কলেজের সম্মুখে বুধবার (১৭ এপ্রিল) দুপুরে কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও সহমত পোষণ করে মানববন্ধনে অংশগ্রহন করে। কুমিল্লা আইন কলেজের শিক্ষার্থীরা নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় মানব বন্ধনে উপস্থিত ছিলে কুমিল্লা আইন কলেজের শিক্ষার্থী সৈয়দ জাকারিয়া আলম সাকিব,কাজী তুহিন রেজা,চন্দন সাহা, সাজ্জাদ, হাসান, তোফায়েল আহম্মদ,কালাম হাসেন, যোবায়ের হোসেনম, হেলাল, মাসুম ভূইয়া, রাবেয়া, ফ্লোরা, বেনজীর, সালমা,আইরিন, জোহরা, এমরান, কালিপদ দেবনাথ প্রমুখ
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামের লেবাস ধারণ করে মানুষ রূপী কিছু নিকৃষ্ট ব্যক্তি এসব অপকর্ম করে শিক্ষা ব্যবস্থাকে এবং ইসলামকে কুলুষিত করেছে তাদের আইনের মাধ্যমে কঠিন বিচার হওয়া দরকার। নুসরাতকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের যেন ফাঁসি হয় এ দাবীতে আমরা আন্দোলন চালিয়ে যাব।
মানববন্ধনে শিক্ষার্থীদের প্রতিবাদী শ্লোগান ছিল,“জাষ্টিস ফর নুসরাত”,‘‘অপরাধীদের ফাঁসি চাই”,“ধর্ষকদের ধর্ম নাই”,“ভাইয়ের কাধে বোনের লাশ-দেখতে হবে কত মাস” এ সব শ্লোগানে মানব বন্ধন যেন আরও প্রতিবাদী হয়ে উঠে।
চন্দন সাহা/লাকসাম প্রতিনিধি