শরীয়তপুরে ইয়াবাসহ এক শিক্ষানবিশ আইনজীবী ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। পাশপাশি ইয়াবা বিক্রির ৬ হাজার টাকা উদ্ধার করা হয়
শরীয়তপুরের ডিবি পুলিশের ওসি এ খবর নিশ্চিত করেছেন। শরীয়তপুর পুলিশের গোয়েন্দা বিভাগ জানায়, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির শিক্ষানবিশ আইনজীবী শেখ মর্তুজা আলী ও তার সহযোগী সদর উপজেলার ধানুকা গ্রামের শফিউল আলম খান সুমনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বুধবার (১ মে) সন্ধ্যায় ধানুকাস্থ শফিউল আলম খান সুমনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ছাড়া তাদের দেহতল্লাশি করে সুমনের কাছে ইয়াবা বিক্রির তিন হাজার ৮০০ টাকা ও আইনজীবী শেখ মর্তুজা আলীর কাছ থেকে দুই হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবির পুলিশের উপপরিদর্শক শেখ আশরাফুল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পালং মডেল থানায় একটি মামলা করেন।
পালং মডেল থানা পুলিশ আজ বৃহস্পতিবার (২ মে) সকালে আসামিদের শরীয়তপুর আদালতে সোপর্দ করেছে।
এ ব্যাপারে শরীয়তপুর ডিবি পুলিশের ওসি মো. কবিরুল ইসলাম বলেন, ইয়াবাসহ গ্রেফতার দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।