যৌন হয়রানির প্রতিবাদে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর পদত্যাগ দাবিতে সুপ্রীমকোর্টের বাইরে বিক্ষোভ করেছে নারীরা।
ব্যাপক পুলিশ মোতায়েনের পরও মঙ্গলবার (৭ মে) নারীরা সুপ্রীমকোর্টের বাইরে বিক্ষোভ করেন। এ সময় তারা প্রধান বিচারপতি রঞ্জন গগৈর পদত্যাগ দাবি করেন। তবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে সুপ্রীমকোর্টের অভ্যন্তরীণ একটি কমিটি প্রধান বিচারপতিকে যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যাহতি দেয়। এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে দেশটিতে। বিক্ষোভকারীদের অনেকেই বলেন, বিচার বিভাগের ভাবমূর্তি সঙ্কটে পড়েছে।
মানবাধিকারকর্মী এ্যানি রাজা বলেন, নারীরা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে। সুপ্রীমকোর্ট সকল নৈতিকতা লঙ্ঘন করেছে। আমরা স্বচ্ছ ও সঠিক তদন্ত চাই। আমরা চাই বিচার ব্যবস্থা সুরক্ষিত হোক। যদি সুপ্রীমকোর্ট নিজেই যদি রীতিনীতি লঙ্ঘন করে, তবে বিচারব্যবস্থায় কোন মূল্যবোধ থাকবে না। পুলিশ মানবাধিকারকর্মী এই এ্যানি রাজাকেও সরিয়ে দেয়।-দ্য হিন্দু