ঢাকা জজ কোর্টের আইনজীবী পরিচয়ে প্রতারণাকারী এক টাউটকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অ্যাডভোকেট পরিচয় সংবলিত ভিজিটিং কার্ড জব্দ করা হয়।
আজ রোববার (১২ মে) ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে আটক করা হয়। আটক টাউটের নাম মোহাম্মদ ইউনুস।
আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির সদস্য অ্যাডভোকেট ইব্রাহীম খলিল আটকের বিষয়টি ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন যাবত আইনজীবী না হয়েও আইনজীবী সেজে চেম্বার নিয়ে গাউন পরে শুনানি করে আসছেন মোহাম্মদ ইউনুছ। আজ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
অ্যাডভোকেট ইব্রাহীম খলিল আরও বলেন, বিচারপ্রার্থীদের বিভ্রান্ত করে প্রতারণাকারী এই টাউটকে পুলিশে সোপর্দ করে সমিতির পক্ষ থেকে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, ভিজিটিং কার্ডে নিজেকে জজ কোর্ট ও হাইকোর্টের আইনজীবী দাবি করা এই টাউট রীতিমত দুইটি চেম্বারের ঠিকানাও ব্যবহার করেছেন। যেখানে একটি জজ কোর্টের এবং অপরটি হাইকোর্টের চেম্বার উল্লেখ করা হয়েছে।