বিচারাধীন মামলা বিষয়ে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমের প্রতি নির্দেশনা দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
আজ বৃহস্পতিবার (১৬ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্টের রেজিস্ট্রার মোঃ গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো ইলেকট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে এবং কোনো কোনো প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন / স্ক্রল করছে, যা একেবারেই অনভিপ্রেত।
এমতাবস্থায় বিচারাধীন কোনো বিষয়ে সংবাদ পরিবেশন / স্ক্রল করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।