সন্দ্বীপের আইনের শিক্ষার্থীদের সংগঠন “সন্দ্বীপ ল’ স্টুডেন্টস ফোরাম” এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল নগরীর হালিশহর বৌ বাজারস্থ এন্টিক রেস্টুরেন্টে গতকাল শুক্রবার (১৭ মে) অনুষ্ঠিত হয়েছে।
সাংগঠনিক সম্পাদক জহির রায়হানে সঞ্চালনায় তথ্য গবেষণা সম্পাদক মনিরুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সংগঠনের সভাপতি এম হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো: মাহিদুল মাওলা মুকুট।
উক্ত অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ও শিক্ষা নবীশ আইনজীবী আরিফুর রহমান শিপন, শিক্ষানবীশ আইনজীবী আফজাল হোসেন শরীফ, সহ সভাপতি এস এম মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বি এম আসলাম হোসাইন, প্রচার সম্পাদক সাইফুর রহমান খান ও শিক্ষা বিষয়ক সম্পাদক জিয়া উদ্দিন রাব্বি প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের সফলতা, দেশের শান্তি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন সংগঠনের সিনিয়র সদস্য জাবেদ হোসাইন।