দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের ফৌজদারি অপরাধ (ঘুষ লেনদেনের অডিও বিষয়ে) অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানান।
সংস্থার পরিচালক ফানা ফিল্যাকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন – সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান ও মো. সালাউদ্দিন।
প্রসঙ্গত, পুলিশের ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ নানা দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চালায় দুদক। গত মাসের ওই অনুসন্ধান প্রতিবেদন জমা দেওয়া হয়। অনুসন্ধান করেন দুদক কর্মকর্তা খন্দকার এনামুল বাছির।
তার বিরুদ্ধে ডিআইজি মিজান অভিযোগ করেন, দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে বাছিরকে দু’দফায় ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছেন। ঘুষ লেনদেনের কথোপকথনের অডিও প্রকাশও করেন তিনি। সেই অডিও কথোপকথনের বিষয়েই বৃহস্পতিবার অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এদিকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর বাছিরকে সাময়িক বরখাস্ত করেছে দুদক।