অবকাশকালীন ও পবিত্র ঈদের ছুটি শেষে আজ রোববার (১৬ জুন) খুলেছে সুপ্রিম কোর্ট। আইনজীবী-বিচারপ্রার্থীদের পদচারণায় মুখর সুপ্রিম কোর্ট অঙ্গন।
সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশ এবং পবিত্র ঈদুল ফিতরের কারণে গত ২৩ মে থেকে গতকাল ১৫ জুন পর্যন্ত সুপ্রিম কোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
দীর্ঘ অবকাশ শেষে আজ ফের সর্বোচ্চ আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। ফলে নিষ্পত্তির অপেক্ষায় থাকা আলোচিত জনস্বার্থ ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে। এ সময় সারাদেশের মানুষের দৃষ্টি জুড়ে থাকবে সুপ্রিম কোর্ট।