ফরিদপুরে আদালতের যাবজ্জীবন রায় ঘোষণার পর পুলিশের হাত থেকে পালিয়ে গেছেন জোড়া খুন মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। ওই আসামির নাম আফসার ফকির (৪৬)।
আজ বুধবার (১৯ জুন) দুপুরে আদালতের রায় ঘোষণার পর আসামিদের কারাগারে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম নাছিম গণমাধ্যমকে জানান, আদালত থেকে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছিলেন উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম। এসময় সেখানে আসামিদের স্বজনদের ভিড় ছিল। এ সময় অসাবধানতাবশত পুলিশের হাত থেকে আসামি আফসার ফকির পালিয়ে যায়।
তবে তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
এর আগে সালথা উপজেলার নটখোলা গ্রামের গঞ্জর খাঁ ও মুশা মোল্লা নামে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে আফসার ফকিরসহ ১৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান ।
রায় ঘোষণার সময় ১৩ জনের মধ্যে ১১ আসামি আদালতে হাজির ছিলেন। বাকি দু’জন আসামি সোহরাব ফকির ও জাকির খান পলাতক রয়েছে।
দণ্ডপ্রাপ্ত বাকিরা হলেন- মান্নান খান, সুরমান খা, মাজেদ খাঁ, ওয়াজেদ খাঁ, রাশেদ খাঁ, সিদ্দিক ফকির, ফজলু ফকির, রহমান খাঁ, রেজাউল খাঁ ও ওসমান ফকির।