ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ আটকের ঘটনায় আদালত পুলিশের এসআই হেলাল উদ্দীন প্রমাণিককে প্রত্যাহার করা হয়েছে। জেলার পুলিশ সুপার মনিরুজ্জামান মনির রোববার (২৩ জুন) রাতে প্রত্যাহারের এ আদেশ দেন।
হেলাল ঠাকুরগাঁও আদালতে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ জেলার জগা প্রমাণিকের ছেলে।
মনিরুজ্জামান বলেন, “হেলাল পুলিশে কর্মরত অবস্থায় মাদকের ব্যবসা করতেন। তাকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে।”
এছাড়া এ ঘটনায় রোববার রাতে ঠাকুরগাঁও গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর রুপ কুমার সরকার বাদী হয়ে মাদকদ্রব্য আইনে হেলালসহ তিনজনকে আসামি করে একটি মামলা করেছেন বলে জানান।
মামলার অপর আসামিরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকার বাদল দাসের ছেলে হেলালের সহযোগী মানিক দাস (২৫) ও পীরগঞ্জের মাসুদ রানা।
পীরগঞ্জ উপজেলার পুরাতন ডাকবাংলো থেকে রোববার দুপুরে আট হাজার ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ হেলাল ও মানিককে আটক করে পুলিশ। এ সময় আরেক সহযোগী মাসুদ পালিয়ে যায়।
পুলিশ সুপার বলেন, আটক দুইজনকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। আর মাসুদকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
এছাড়া হেলালের বিরুদ্ধে পুলিশের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।