প্রতারণার অভিযোগে ফেনী জেলা আইনজীবী সমিতি দুই আইনজীবীর সদস্য পদ স্থগিত করেছে। সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত সমিতির কার্যনির্বাহী কমিটির বুধবার (২৬ জুন) রাতে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ফেনী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী এ কথা জানান।
এতে অভিযুক্ত অ্যাডভোকেট মজিবুর রহমানের তিন বছরের ও অ্যাডভোকেট হেদায়েত উল্যাহ ভূঁইয়ার দুই বছরের জন্য সদস্য পদ স্থগিত করা হয়েছে।
জানা গেছে, ফেনী আদালতে আবুল কাশেম নামে এক ব্যক্তি দু’টি দেওয়ানি মামলা দায়ের করেন। যার নং ৩০/১৪ ও ৫০/১৪। অভিযুক্ত এই দুই অ্যাডভোকেট পরস্পর যোগসাজসে আদালতে ভুয়া বাদী হাজির করে মামলা দু’টি প্রত্যাহার করে নেন। আদালত বিষয়টি সম্পর্কে জানার পর আইনজীবী সমিতিকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া জন্য নির্দেশন দেন।