ঈদুল আজহা উপলক্ষে ৪৩০ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দুবাই আমিরাতের শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাখতুম। ১১ আগস্ট দেশটিতে ঈদুল আজহা পালিত হবে।
আজ সোমবার (৫ আগস্ট) ঈদুল আজহা উপলক্ষে বন্দিদের মুক্তির বিষয়টি জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দুবাই আমিরাতের শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাখতুম ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন দেশের ৪৩০ বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন।
দুবাই মিডিয়া অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এদের মুক্তি দেওয়ার অর্থ হচ্ছে তাদের নতুন করে একটি সুযোগ দেওয়া এবং তাদের পরিবারের দুর্দশা লাঘব করা।
দুবাইয়ের এটর্নি জেনারেল ইশাম ইসা আল হোমাইদান বলেন, দুবাই পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা কাজ করছি যেন দ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়। মুক্তি পেয়ে বন্দিরা যেন পরিবারের সঙ্গে ইদুল আজহা পালন করতে পারে।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানও ৬৬৯ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন।