জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আগামী ১৫ আগস্ট (বৃহস্পতিবার) দিনব্যাপি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল ড. মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আগামী ১৫ আগস্ট (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দিনব্যাপি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শোক দিবসে সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দিনব্যাপি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন। এর আগে সকাল আটটায় পবিত্র কোরআন খতম ও সকাল ১০টা ২০ মিনিটে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
আর্ত-পীড়িত মানবতার সেবায় রক্তদান মহৎ কাজ বলে উক্ত দোয়া ও মোনাজাত এবং রক্তদান কর্মসূচিতে সুপ্রিম কোর্টের সকল কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।