অনিয়ম, দুর্নীতি ও জাল জালিয়াতির মাধ্যমে এক হাজার ১৮৪ শতক জায়গা আত্মসাতের অভিযোগে এক সাব-রেজিস্ট্রারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। গত সোমবার (১৯ আগস্ট) দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ মামলাটি দায়ের করেন।
আজ বুধবার (২১ আগস্ট) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন গণমাধ্যমকে এ কথা জানান।
মামলার আসামিরা হলেন, সাবেক চট্টগ্রাম জেলা সাব-রেজিস্ট্রার লুৎফুর রহমান। তিনি বর্তমানে নিলফামারী জেলা রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। অন্যরা হলেন, দলিল লেখক অ্যাডভোকেট তৃষ্ণা ভট্টাচার্য, দলিল গ্রহীতা মো. জাকির হোসেন ও দলিলের সাক্ষী আতাউল করিম সোহেল।
লুৎফুল কবির চন্দন বলেন, আসামিরা জালিয়াতির মাধ্যমে ও ক্ষমতার অপব্যবহার করে ভুয়া দলিল তৈরি করেছে। তারা হাজী গনি সওদাগরের ওয়াকফ স্টেটের মালিকানাধীন ১৩০ কোটি টাকা মূল্যের ১১৮৪ শতক জায়গা হেবা দলিলের মাধ্যমে আত্মসাৎ করেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গেছে। সোমবার দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।