দুর্নীতির অভিযোগ ওঠায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে সাময়িকভাবে বিচারিক দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে। এই তিন বিচারপতি হলেন— বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি এ কে এম জহুরুল হক।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসনের কয়েকটি সূত্র গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যতালিকায় অন্য বিচারপতির নাম ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকলেও বৃহস্পতিবারের তালিকায় এই তিন বিচারপতির নাম রাখা হয়নি।
একইসঙ্গে হাইকোর্টের এই তিন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। তবে, তাদের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।
এদের মধ্যে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী বেশ কয়েকমাস ধরেই বিচারকাজে অংশ নিচ্ছেন না। আর অসুস্থতার কারণে বিচারপতি কাজী রেজাউল হক ছুটিতে আছেন।
এ বিষয়ে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিষয়টি রাষ্ট্রপতির ও প্রধান বিচারপতির এখতিয়ার উল্লেখ করে কোন মন্তব্য করতে রাজি হননি।