সুপ্রিম কোর্টের দীর্ঘ ছুটি কমিয়ে আনা, অবকাশকালীন মোশন বেঞ্চ দ্বিগুণ বৃদ্ধি করা, মামলার ফাইলিং ও ফাইল মুভমেন্ট সেকশন ডিজিটালাইসড করা এবং নিম্ন আদালতে দ্রুত অর্ডার কমিউনিকেট করাসহ তিন দফা দাবি মানববন্ধন করেছেন আইনজীবীরা।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদীর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উত্থাপিত আইনজীবীদের দাবিগুলো হল-
- সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অবিলম্বে বস্তি উচ্ছেদ করে আইনজীবীদের জন্য ২০ তলা বার (আইনজীবী সমিতি) ভবন নির্মাণের অনুমতি প্রদান।
- সুপ্রিম কোর্টের দীর্ঘ ছুটি কমিয়ে আনা, অবকাশকালীন মোশন বেঞ্চ দ্বিগুণ বৃদ্ধি করা, মামলার ফাইলিং ও ফাইল মুভমেন্ট সেকশন ডিজিটালাইসড করা এবং নিম্ন আদালতে দ্রুত অর্ডার কমিউনিকেট করা এবং
- কজলিস্টের আবেদনকারীদের নামে কজলিস্ট বরাদ্দ ও কোর্ট শুরু হওয়ার আগে মোশন ও মেনশন স্লিপ বেঞ্চ অফিসারের কাছে জমা দেওয়ার অনুমতি প্রদান
সর্বোচ্চ আদালতের সাধারণ আইনজীবীদের এ তিন দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন থেকে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষন করা হয়।