অধস্তন আদালতে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির মৌখিক পরীক্ষার ফলাফল স্থগিত থাকা ৯ পরিক্ষার্থীর বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। মঙ্গলবার (২৭ আগস্ট) সংস্থার এনরোলমেন্ট কমিটির সভায় ওই ৯ আইনজীবী মৌখিক পরীক্ষায় কৃতকার্য হয়েছেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ বুধবার (২৮ আগস্ট) আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও দেশের আইন পেশার সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ভারপ্রাপ্ত সচিব আফজাল-উর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৭ আগস্ট) বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির মৌখিক পরীক্ষার ফলাফল স্থগিত থাকা ৯ জন কৃতকার্য হয়েছেন। ২০১৮ সালের পয়লা নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় পাশ করায় এখন থেকে দেশের যেকোন অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে প্র্যাকটিস করতে পারবেন। পাশাপাশি আইন পেশা শুরু করতে আগামী ছয় মাসের মধ্যে ওই ৯ আইনজীবীকে তাদের নির্বাচিত আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।