চট্টগ্রাম জজ কোর্টের প্রথিতযশা আইনজীবী শেখ আলীম উল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোর ৫টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ (বৃহস্পতিবার) বাদ জোহর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর বাটালী রোড রেলওয়ে স্কুল মাঠে মরহুমের ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজের পর ৩য় জানাজা শেষে মিরসরাইয়ের বামনসুন্দর বাড়িয়াখালী গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে দীর্ঘ ৬৫ বছর যাবৎ শেখ আলীম উল্লাহ চৌধুরী আইন পেশায় নিয়োজিত ছিলেন। তার ১ম ছেলে অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত। ২য় ছেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এবং ৩য় ছেলে চট্টল থিয়েটারের দলপ্রধান, থিয়েটার ক্লাবের আহ্বায়ক ও চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদের সভাপতি নাট্যজন শেখ শওকত ইকবাল চৌধুরী।