বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রখ্যাত আইনজীবী ডঃ মোঃ কুতুব উদ্দীন চৌধুরী ইন্টারন্যাশনাল আরবিট্রেশন-এর উপর সম্মানসূচক পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।
গত ২৭শে আগস্ট ব্রাজিলের খ্যাতনামা প্রতিষ্ঠান আইটিএমইউটি ও ইন্টারন্যাশনাল কাউন্সিল “কনিপা” এর চ্যান্সেলর প্রফেসর ডঃ দেবব্রত সরকার দি ওয়ার্ল্ড লিডার্স ফোরাম-এর আন্তর্জাতিক গভর্নর ডঃ মোঃ কুতুব উদ্দীন চৌধুরীকে ইন্টারন্যাশনাল আরবিট্রেশন বিষয়ের উপর সম্মানসূচক পিএইচডি (ডক্টরেট) ডিগ্রী প্রদান করেন।
উল্লেখ্য, ইতোপূর্বে ডঃ কুতুব চৌধুরী নাইজেরিয়া থেকে প্রাপ্ত শান্তি ও মানবতার উপর অর্জিত ডক্টরেট ডিগ্রী জাতির পিতা বঙ্গবন্ধু’র নামে উৎসর্গ করেছিলেন।
ডঃ কুতুব চৌধুরী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার কাটিহারা গ্রামের দানবীর সমাজসেবক মার্কিন নাগরিক মরহুম আব্দুল মতিন চৌধুরী ও মার্কিন নাগরিক হবিবুন নেছা চৌধুরীর পঞ্চম পুত্র।
তাঁর ছয় ভাই, এক বোন, রত্নগর্ভা মাতা আমেরিকার নাগরিক ও সেখানে স্ব স্ব অবস্থানে প্রতিষ্ঠিত। ডঃ কুতুব চৌধুরী দীর্ঘ ২৬ বছর যাবৎ বাংলাদেশে আইন পেশায় নিয়োজিত এবং তিনি ওয়ার্ল্ড কোর্ট অব আরবিট্রেশনের প্রধান বিচারক। সংবাদ বিজ্ঞপ্তি