ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজকে হত্যাচেষ্টার অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঢাকার মহানগর হাকিম আবু সুফেয়ান মো. নোমান বৃহস্পতিবার (২৯ আগস্ট) মামলার আসামি বাংলাদেশ মেডিকেল কলেজের চিকিৎসক চৌধুরী মারিয়া বিনতে হাসানের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার বাদী কাজী রওশন দিল আফরোজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করা হলে বিচারক আসামি মারিয়া বিনতে হাসানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
কাজী রওশন আরো বলেন, ‘গত ২৬ আগস্ট আমরা আইনজীবী সমিতি থেকে শুনতে পাই, এক আইনজীবীকে মারধর করা হচ্ছে। আসামি মারিয়া বিনতে হাসানের পারিবারিক একটা মামলা ছিল ঢাকার ১২তম পারিবারিক আদালতে। সেই আদালতের বাইরে ভুক্তভোগী আইনজীবী কাজী লুৎফর হায়াত মোবাইলে কথা বলছিলেন, আর পাশেই দাঁড়িয়ে ছিলেন আসামি মারিয়া।’
বাদী বলেন, ‘আসামি মারিয়া ভুক্তভোগী আইনজীবীকে সরে দাঁড়াতে বলেন। তখন আইনজীবী বলেন, আমি কেনো সরব? এখানে অনেক জায়গা আছে। এর পরে আসামি ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীর গালে চড় বসিয়ে দেন। পাশের আইনজীবীরা তা দেখে ক্ষিপ্ত হলে আসামি বিচারকের খাসকামরায় গিয়ে আশ্রয় নেন।’
বাদী বলেন, ‘আমরা সে তথ্য শুনে আসামিকে পুলিশে পাহারায় আইনজীবী সমিতির কক্ষে আপস করার জন্য নিয়ে যাই। সেখানে আমার ওপরে আসামি হামলা চালায়। মারধরের কারণে আমার কানে শুনতে সমস্যা হচ্ছে।’
এ বিষয়ে আসামি চৌধুরী মারিয়া বিনতে হাসানের সঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। এ মামলা বা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে আমি কিছু জানি না। আমি কাউকে হত্যার চেষ্টাও করিনি।’