‘সাম্প্রদায়িকতা নয়, চাই মানবিক বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিক হবে। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা এই গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিঞা মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফারজানা মাহমুদ।
আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুনুর রশীদ বীরপ্রতীক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ল্যাব এইড হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাডক ডা: আমজাদ হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর ও সাবেক সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুর আহমদ বকুল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রেমন্ড আরেং, জাসদের দফতর সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি ঊষাতন তালুকদার, সংস্কৃতি ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বিশিষ্ট সাংবাদিক স্বদেশ রায়, চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের চেয়ারম্যান ক্রিস্টিন রিচার্ডসন, নিউজ২৪ এর হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান, এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বেলাল হোসেন, দৈনিক দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক গাজী নাসিরউদ্দিন আহমেদ, ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক আনোয়ার কবির, বাংলা একাডেমির উপ পরিচালক শাহাদাত হোসেন নিপু, উদীচী শিল্পীগোষ্ঠীর সহ সভাপতি প্রবীর সরদার, যুব মহিলা লীগের সহ সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কুমার দেবুল দে, ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডট কম সম্পাদক অ্যাডভোকেট ড. বদরুল হাসান কচি, ইসলামী চিন্তাবিদ মুফতি ফয়জুল্লাহ আমান ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার পাল।
সভায় সভাপতিত্ব করবেন জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চার আহ্বায়ক ব্যারিস্টার ড. তুরিন আফরোজ। সঞ্চালনা করবেন মোর্চার প্রধান সমন্বয়ক এফ এম শাহীন।
(প্রেস বিজ্ঞপ্তি)