সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট ফজলুর রহমানকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭৯ সদস্যের নতুন কমিটি করেছে বিএনপি।
গত ১০ বছর ধরে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এই ফোরামের সভাপতি এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মহাসচিবের দায়িত্ব পালন করেন। আইনজীবীদের দাবির প্রেক্ষিতে গত জানুয়ারিতে ওই কমিটি ভেঙে দিয়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হলেও তারা সম্মেলন করার লক্ষ্যে কার্য্কর কোনো কিছু করতে পারেনি। এই প্রেক্ষাপটে জাতীয়বাদী আইনজীবী ফোরামের নতুন এই আহ্বায়ক কমিটি করা হয়েছে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে একজন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, ৯ জন যুগ্ম আহ্বায়ক এবং ১৬৭ জন সদস্য রয়েছেন।
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীকে।
যুগ্ম আহ্বায়করা হলেন- মীর মোহাম্মদ নাসির উদ্দিন, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, মাহবুবউদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, কায়সার কামাল ও আবেদ রাজা।