জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আইনাঙ্গনে ক্যারিয়ার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগিতায় দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস বাংলাদেশ (নিলস) এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার এ কর্মশালার আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শুক্রবার (১১ অক্টোবর) ‘ক্যারিয়ার উইন্ডো ইন লিগ্যাল এরিনা: আনলিশিং স্টুডেন্টস পটেনশিয়াল’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সরকার আলী আক্কাস।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ক্রিস্টিন রিচার্ডসনের সভাপতিত্বে কর্মশালায় আইনাঙ্গনে ক্যারিয়ার নিয়ে আলোচনায় অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র প্রেজেন্টার মঞ্জুর আল-মতিন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসের আলম, ফ্রিফল স্টুডিওস লিমিটেডের পরিচালক ওয়াহিদ তারেক এবং ইউএনএইচসিআর এর সিনিয়র প্রোটেকশন অফিসার নাসরিন সুলতানা।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা আইনাঙ্গনে ক্যারিয়ার গড়তে করণীয় বিষয়ক নানা পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে আইন বিষয়ে ব্যাপক পড়াশোনা করার তাগিদ দিয়ে শিক্ষার্থীদের খুঁটিনাটি সকল বিষয়ে জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করেছেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক মোহাম্মদ গোলাম সরোয়ার শিক্ষার্থীদের কভার লেটারসহ জীবনবৃত্তান্ত লেখার নিয়ম, ফরমাল মেইল এবং স্কলারশিপ আবেদন বিষয়ে নির্দেশনা দেন।
এছাড়া নিলসের জগন্নাথ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ইভনাত ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এসোসিয়েট প্রফেসর মোঃ আসাদুজ্জামান সাদি এবং স্বাগত বক্তব্য রাখেন দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস বাংলাদেশ (নিলস) এর সভাপতি মুহাম্মদ মামুন।
বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপি অনুষ্ঠিত কর্মশালা শেষে সেমিনারের প্রধান অতিথি অংশগ্রহণকারী সকলের হাতে সনদ এবং প্রশ্নোত্তর পর্বের বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।
কর্মশালায় অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে সম্পূর্ণ আইন বিষয়ক দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম পৃষ্ঠপোষকতা করেছে। সংবাদ বিজ্ঞপ্তি