কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কৃতী সন্তান বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী মো. ফজলুর রহমান খান (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ অক্টোবর) ভোর ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগের দিন শুক্রবার (১৮ অক্টোবর) থেকে তিনি আইসিইউতে ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর হাইকোর্ট প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ কিশোরগঞ্জে আনা হয়।
আজ রোববার (২০ অক্টোবর) সকাল ১০টায় গ্রামের বাড়ি তাড়াইল উপজেলার রাউতি গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
রাষ্ট্রপতির শোক
এদিকে বিশিষ্ট আইনজীবী ফজলুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফজলুর রহমান খান তার পেশাগত জীবনে দক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট আইনজীবীকে হারাল।
রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।