প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য জেলা ও দায়রা জজ বেগম রুনা নাহিদ আক্তারকে আইন মন্ত্রণালয়ের সলিসিটর হিসেবে বদলি করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বদলির পর গত ২৪ অক্টোবর তিনি মন্ত্রণালয়ে সলিসিটর হিসেবে যোগদান করেন।
ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৭ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব প্রশাসন-১ শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশ ক্রমে সুপ্রিমকোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত তাকে উল্লেখিত পদে বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা করা হয়।
ওই একই প্রজ্ঞাপন জেলা ও দায়রা জজ পদমর্যাদার আটজন এবং একজন বিশেষ জজসহ মোট ১০ জনকে বদলি করা হয়েছে। বদলিকৃতদের তালিকা দেখতে প্রজ্ঞাপন ক্লিক করুন।