ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় কোর্ট হাউস স্ট্রিটে সমিতির প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে যান সেখানে। ৯:৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার বলেন, ‘আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে সেখানে পাঠানো হয়। পরে ৯:৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’
তবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান রাসেল সিকদার।
অন্যদিকে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন ঢাকা বারের কয়েকজন আইনজীবী।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি জানান, ভবনের তিন তলার কনফারেন্স রুমে সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের শুরু হতে পারে।
এদিকে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও এতে ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তারা।