অবশেষে সুপ্রীম কোর্টের নিখোঁজ আইনজীবীর সন্ধান মিলেছে। তার নাম শহিদুল হক। তিনি তিনদিন ধরে নিখোঁজ ছিলেন।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আইনজীবী শহিদুল হককে ময়মনসিংহ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি অপহরণের পর ৪০ ঘন্টা অচেতন ছিলেন বলে জানা গেছে।
এ ব্যাপারে বুধবার (১৫ জানুয়ারি) তার স্ত্রী ফাতেমা খাতুন রাজধানীর খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
সাধারণ ডায়েরির তথ্য থেকে জানা যায়, নিখোঁজ শহিদুল গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বাসা থেকে বের হয়ে রামপুরা বনশ্রী পূবালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। তারপর রওয়ানা হন ঢাকা মহানগর দায়রা জজকোর্টের উদ্দেশ্যে। এরপর তিনি আর বাসায় ফেরেননি।
শহিদুল হক ভুলে তার মোবাইল ফোন ও চাবি বাসায় রেখে যান বলেও ডায়েরিতে উল্লেখ করা হয়।