অর্থ ও ভাগ্যের বিনিময়ে জুয়া খেলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টের দেয়া নির্দেশনা স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে জুয়া খেলা অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল থাকবে।
উত্তরা ক্লাব ও ঢাকা ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।
আদালতে ঢাক ক্লাবের আইনজীবী হিসেবে শুনানি করেন ব্যারিস্টার আমীর উল ইসলাম।
জুয়ার মামলায় আইনজীবী হওয়ায় এ সময় সর্বোচ্চ আদালত তাকে উদ্দেশ্য করে বলেন, আপনি সংবিধান প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন, এ মামলায় সংবিধানের বিপক্ষে দাঁড়িয়েছেন; যা দুঃখজনক।
আদালতের আদেশ অনুযায়ী, অভিজাত ১৩ ক্লাবসহ সারা দেশে জুয়া খেলা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করা হয়নি। তবে আপিল নিষ্পত্তি না হাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্লাবগুলোতে অভিযান চালাতে পারবে না। এছাড়া, টাকা ছাড়া তাস খেলায় বাধা দেওয়া যাবে না বলেও আদেশ দেন আপীল বিভাগ।
এর আগে, গত ১০ ফেব্রুয়ারি টাকার বিনিময়ে জুয়া খেলা অবৈধ ঘোষণা করে আদেশ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ। এরপর হাইকোর্টে এ রায়ের বিরুদ্ধে আপিল করে ক্লাবগুলো।
২০১৬ সালের ৪ ডিসেম্বর এ বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। অন্য ক্লাব হলো, গুলশান ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব গুলশান, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়র্স ক্লাব, নারায়ণঞ্জ ক্লাব ও খুলনা ক্লাব।
রুলে জুয়া জাতীয় অবৈধ ইনডোর গেম যেমন কার্ড, ডাইস ও হাউজি খেলা অথবা এমন কোনো খেলা যাতে টাকা বা অন্য কোনো বিনিময় হয়ে থাকে তা বন্ধের নির্দেশনা কেন দেয়া হবে না, তা জানতে চান আদালত।
রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান আহমেদ বলেছিলেন, ঢাকা মেট্রোপলিন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮ এবং পাবলিক গেম্বলিং অ্যাক্ট ১৮৬৭ অনুযায়ী কোনো প্রকার জুয়া খেলা দণ্ডনীয় অপরাধ। একইসঙ্গে সংবিধানের ১৮ (২) অনুচ্ছেদ অনুযায়ী সরকারকে পতিতাবৃত্তি ও জুয়া খেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।