ভারতে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে পুরনো ও নতুন আইনের সংঘাতে ইতি টানল দেশটির সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। ১৮৯৪-র পুরনো আইনের জায়গা নেয় ২০১৩ সালের ভূমি অধিগ্রহণ আইন। নতুন আইন ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে বলবৎ হয়।
সংঘাত ছিল এই দুই আইনের এখতিয়ার নিয়েই। ধরা যাক, পুরনো আইনে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়। জমির দখলও নেওয়া হয়, কিন্তু ক্ষতিপূরণ তখনও দেওয়া হয়নি। বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, বিচারপতি বিনীত সারণ, বিচারপতি এম আর শাহ ও বিচারপতি রবীন্দ্র ভাটের সাংবিধানিক বেঞ্চ জানাল, নতুন আইন এলেও পুরনো আইনের সেই প্রক্রিয়া বলবৎ থাকবে। বা ধরা যাক, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কিন্তু জমির দখল নেওয়া হয়নি। তাও খারিজ হবে না। পুরনো আইনেই তা অধিগৃহীত বলে ধরা হবে। নতুন আইন বাধা হবে না।
এর আগে দু’টি ভিন্ন মামলায় পরস্পরবিরোধী রায় দিয়েছিল সুপ্রিম কোর্টেরই দু’টি তিন সদস্যের ডিভিশন বেঞ্চ। এর পর বিষয়টি সাংবিধানিক বেঞ্চে পাঠান তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র। সূত্র- আনন্দবাজার পত্রিকা