সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হতে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এজন্য আগামী ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে সমিতির অফিসে নির্ধারিত আইডি নাম্বারে সুশৃঙ্খলভাবে ভর্তির ফি জমা দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভের জন্য গত ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি কার্যকরী কমিটির সভায় উপস্থিত হয়ে যেসব অ্যাডভোকেট মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে সমিতির সদস্য ভর্তির জন্য নির্ধারিত ফিসহ আগামী ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে সমিতির বিধি অনুযায়ী সমস্ত টাকা পরিশোধ করে সদস্যপদ গ্রহণ করতে বলা হয়েছে।